About Us
KOBA International প্লাটফর্ম
KOBA International প্লাটফর্ম টি মূলত দক্ষিন কোরিয়ান স্কিন কেয়ার পাইকারী বিক্রয়ের একটি অনলাইন প্লাটফর্ম। এখানে নতুন-পুরাতন, সকল ব্যবসায়ী-উদ্দ্যোক্তা নিজেদের বিজনেস এর জন্য সকল ধরনের কোরিয়ান স্কিন কেয়ার ও এক্সেসোরিজ আইটেম পাইকারী কিনতে পারবে। এই প্লাটফর্মটিতে ব্যবসায়ী বা উদ্দ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশন করার মাধ্যমে KOBA International প্লাটফর্মের ব্যবসায়িক সদস্য হিসেবে অনুমোদিত হবে।
আমাদের লক্ষ্য কি ?
নতুন উদ্দ্যোক্তা তৈরী
KOBA International প্লাটফর্মের মাধ্যমে আমরা নতুন নতুন উদ্দ্যোক্তা তৈরীর সুযোগ করে দিব। এতে করে প্রতিনিয়ত নতুন উদ্দ্যোক্তা তৈরীর মাধ্যমে সুযোগ বাড়বে কর্মসংস্থানের ।
ব্যবসায়ীদের ব্যবসাকে সহজ করে দেওয়া
যারা KOBA International এর সাথে কোরিয়ান পন্য নিয়ে ব্যবসা করতে আগ্রহী, তাদেরকে ব্যবসায়িক সুবিধা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসায়িক ভিত্তিকে আরো দৃঢ় করা হবে। প্রোডাক্ট সিলেকশনে সহায়তা প্রদান, সহজ ভাবে পন্য ডেলিভারীর ব্যবস্থা গ্রহন এবং সহজ পেমেন্ট অপশন চালুর মাধ্যমে তাদের ব্যবসাকে হ্যারেজমেন্ট মুক্ত রাখা হবে।
এক প্লাটফর্মেই পাওয়া যাবে পুরো দক্ষিন কোরিয়াকে
KOBA International এর এক প্লাটফর্মেই পাওয়া যাবে দক্ষিন কোরিয়ান সকল ধরনের স্কিন কেয়ার পন্য। ই-কমার্স, এফ-কমার্স, পার্সোনাল বিজনেস, রিসেলিং বিজনেস এর জন্য সকল ধরনের কোরিয়ান স্কিন কেয়ার পন্য এখানেই পাওয়া যাবে । স্কিন কেয়ার পন্যের পাশাপাশি দৈনন্দিন প্রয়োজনের বিভিন্ন কোরিয়ান এক্সেসোরিজ পন্যও এই প্লাটফর্মেই পাওয়া যাবে।
ব্যবসায়ীদের সাথে সু-সম্পর্ক তৈরী
KOBA International শুধু পাইকারী বিক্রয় পন্যের প্লাটফর্ম ই না, বরং এটি ব্যবসায়ীদের নিয়ে গড়া একটি পরিবার। KOBA International তার প্লাটফর্মে নিবন্ধিত সকল ব্যবসায়িদের সাথে সু-সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সকল ব্যবসায়ির ব্যবসায়িক অবস্থানকে আরো স্ট্রং করে তুলবে।
KOBA International একটি অনলাইন পাইকারী প্লাটফর্ম, তবে আমাদের নিজস্ব অফলাইন ওয়্যারহাউজ রয়েছে, যেখান থেকে সরাসরি ব্যবসায়ীগন পাইকারী পন্য ক্রয় করতে পারেন। KOBA International প্লাটফর্মে মূলত কোরিয়ান স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও বডি কেয়ার পন্য সরবরাহ করা হয়, তবে প্রয়োজনে নিত্য প্রয়োজনীয় এক্সেসোরিজ সোর্সিং ও প্রি-অর্ডারের কাজও করে থাকে।
আপনি যদি ব্যবসায়ী হোন এবং ব্যবসায়িক উদ্দ্যোশ্যে কোরিয়ান স্কিন কেয়ার পন্য ক্রয় করতে চান , তবে KOBA International আপনার জন্য সর্বোচ্চ প্রায়োরিটির জায়গা হতে পারে।
Select, Access, Enjoy
Our approach is centered around assisting everyone in selecting, affording, and deriving pleasure from technology. Customers form the core of our endeavors. Continuously, we strive to enhance the customer journey, providing value for all stakeholders.
Select
We aid customers in selecting the appropriate technology from an extensive array of products, available both in our online store. Our proficient and dedicated team members offer expert in-person guidance to assist customers in making informed decisions.
Access
Enjoy

Do You Want to Cooperate With Us?
Apply and tell us about yourself. We will contact you to discuss our cooperation in more detail.
Didn't find what you need? Ask us!
If you did not find what you need and have questions, contact us and we will try to help you