Business With Us
আমরা আপনাকে কি ধরনের অফার করতে পারি?
 
 
							
বর্তমান সময়ের ব্যবসার জন্য কোরিয়ান ইন্ড্রাস্ট্রি আপনার সামনে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আপনার ব্যবসায়িক যাত্রায় KOBA International আপনাকে কোরিয়ান ব্যবসার সম্ভাবনাময় সকল পন্য সরবরাহ করার মাধ্যমে আপনার ব্যবসায়িক যাত্রার সহযোগী হতে পারে।
বৃহৎ গ্রাহকের প্লাটফর্ম
বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত তাদের জীবনযাত্রার মানকে উন্নত থেকে উন্নততর করতেছে। এই উন্নত জীবনমানের সাথে যুক্ত হচ্ছে কোরিয়ান ইন্ড্রাস্ট্রি , যার মধ্যে অন্যতম হলো কোরিয়ান বিউটি ইন্ড্রাস্ট্রি । বর্তমানে এদেশের মেয়েদের বড় একটা অংশ তাদের স্কিন কেয়ার যত্নে নিজেদের ঝুকে দিচ্ছে কোরিয়ান বিউটিতে। যা দিন দিন বাড়তেছে। এতো বড় একটা গ্রাহক প্লাটফর্মে আপনাদের স্কিন কেয়ার ব্যবসার সম্ভাবনাকে বাড়িয়ে দিবে অনেক।
KoBa International এর পন্য দিয়েই হবে আপনার ব্যবসার প্রমোশন
আপনার ব্যবসায়িক প্ল্যান আছে কিন্ত পন্যের স্টক নেই। আপনি আপনার ব্যবসায়িক উন্নতির জন্য আমাদের স্টক প্রোডাক্ট দিয়েই আপনি আপনার ব্যবসার প্রমোশন চালাতে পারেন।আপনার ব্যবসার প্রমোশনের জন্য KcBazar Ltd আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।
ব্যবসা আপনার কিন্তু চিন্তা KoBa International এর
KoBa International এর স্টকে প্রোডাক্ট রেখেই চলবে আপনার ব্যবসা। এর জন্য আপনার আলাদা কোনো ইনভেস্ট লাগবে না। আমাদের স্টকে প্রোডাক্ট রেখে, আপনি আপনার গ্রাহকের কাছে পন্য বিক্রি করতে পারবেন। KoBa International এর B2C (Re-selling) প্লাটফর্মের মধ্যে আপনি আপনার গ্রাহকের কাছে সরাসরি পন্য পাঠাতে পারবেন , আপনার সকল তথ্য সরবরাহ এর মাধ্যমেই আপনার গ্রাহক পন্য পাবে, যেখানে KoBa International এর কোনো বিজ্ঞাপন ব্যবহার করা হবে না।
KoBa International এর সাথে B2C (Re-selling) এর মাধ্যমে কিভাবে আপনার ব্যবসা চলমান থাকবে
একাউন্ট খোলা
KoBa International এর B2C (Re-Selling) ওয়েবসাইটে ব্যবসায়ীরা তাদের পেজের বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে একাউন্ট খুলবে। একাউন্ট খোলার পর প্রত্যেক ব্যবসায়ী বা রিসেলার সকল প্রোডাক্টের বিক্রিত মূল্য এবং বিক্রির প্রাপ্ত পন্যের কমিশন দেখতে পারবে।
অর্ডার সাবমিট
ব্যবসায়ীরা তাদের গ্রাহক থেকে প্রাপ্ত পন্যের অর্ডার B2C (Re-Selling) সাইটে গ্রাহকের সম্পুর্ন তথ্য দিয়ে অর্ডার সাবমিট করবে। অর্ডার করার সময় ই প্রত্যেক ব্যবসায়ী প্রতিটা অর্ডারের প্রাপ্ত কমিশন বা লাভ দেখতে পারবে।
ডেলিভারী কার্যক্রম
ব্যবসায়ীদের করা অর্ডার গুলো KoBa International এর ডাটাবেজে এসে সংরক্ষিত হবে এবং KoBa International ম্যানেজমেন্ট ব্যবসায়ীদের নিজ নিজ পেজের নামে গ্রাহকদের কাছে পন্য পৌছে দেওয়া হবে। এখানে যার যার অর্ডারের পেজের নাম ও তথ্য দেওয়া হবে। KoBa International সাইটের কোনো তথ্য গ্রাহক পাবে না। এতে করে, কোনো ব্যবসায়ীই গ্রাহক হারাবে না।
পেমেন্ট
প্রতিটা ব্যবিসায়ীর অর্ডারের প্রাপ্ত কমিশন গ্রাহকের কাছে ডেলিভারী হওয়ার সাথে সাথেই নিজ নিজ একাউন্টে যোগ হয়ে যাবে। যা ব্যবসায়ীরা চাওয়া মাত্র বিকাশ, নগদ কিংবা ব্যাংকের মাধ্যমে উইথড্রো করে নিতে পারবে।
	
Skin Care
Body Care
Hair Care